দেবতার পুকুর বা মাতাই পুখিরি, খাগড়াছড়ি ভ্রমণ গাইড
দেবতার পুকুর বা মাতাই পুখিরি- পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ২০ কি.মি দক্ষিণে মহালছরি উপজেলার নুন ছড়িতে দেবতার আর্শীবাদ সরূপ পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক হ্রদ মাথাই পুখিরি অবস্থিত। মাতাই অর্থ দেবতা, পুখিরি অর্থ পুকুর। তাই প্রাকৃতিক সৌন্দর্যের এই হ্রদটিকে দেবতার পুকুর বলা হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালা মুখ থেকে এ হর হ্রদের সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হয়।।সমুদ্র […]